• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

সারা দেশ

গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের চেয়ারম্যান পদে নির্বাচন করার  ঘোষণা

  • ''
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০২৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) রুমানা আলী টুসির বড় ভাই এডভোকেট  জামিল হাসান দুর্জয়। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে  উপজেলার বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় সভা করে এ ঘোষণা দেন তিনি। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় বলেন, আমি চারটি শর্তে নির্বাচন অংশ নেব। এরমধ্যে রয়েছে, আমার কোনো কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে আক্রমণ করবে না। শতভাগ নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচন করব।

আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবো এবং আমাদের প্রত্যেকে দলের মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছে, গত সংসদ নির্বাচনে যাদের সঙ্গে বিভাজন সৃষ্টি হয়েছে তাদের সঙ্গে কাঁদে কাদ মিলিয়ে চলবো। দুর্জয় গাজীপুর-৩ আসনের টানা পাঁচবারের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী রহমত আলীর ছোট ছেলে। ২০১৮ ও ২০২৪ সালে সংসদ নির্বাচনে তিনি ওই আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশ নেননি। এদিকে দুর্জয় উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার ঘোষণা দেওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, এটা ভুল সিদ্ধান্ত। এতে দলের ঐক্যবদ্ধ রাজনীতিতে বিভাজন সৃষ্টি হবে। তবে তার পক্ষের নেতাকর্মীরা বলছেন, এটি সময় উপযোগী সিদ্ধান্ত। সাবেক প্রতিমন্ত্রী রহমত আলীর যোগ্য উত্তরসূরি হিসেবে দুর্জয়ের আত্মপ্রকাশ ঘটবে।

প্রতিমন্ত্রীর ভাই উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল জলিলের কর্মী-সমর্থকরা। তাদের ভাষ্য, গত সংসদ নির্বাচনে রুমানা আলীর পক্ষে কাজ করেছেন তারা। আবদুল জলিল উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন, এটাও সবাই জানেন। কিন্তু তার বড় ভাই নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করে রাজনীতির পরিবেশটাই পাল্টে দিলেন।  শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মৃধা জর্জ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার সহ  প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads